• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আজমিরীগঞ্জে দুই অটোরিকশা সংঘর্ষে যুবকের মৃত্যু

admin
প্রকাশিত ২৮ অক্টোবর, সোমবার, ২০২৪ ১৮:৪৯:১৩
আজমিরীগঞ্জে দুই অটোরিকশা সংঘর্ষে যুবকের মৃত্যু

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি //


আজমিরীগঞ্জ উপজেলায় দুই অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার ওসি এবি এম মাঈদুল হাছান।

নিহত মকবুল হাসান (৩৫) পৌরসদরের নয়ানগরের (নতুনবাড়ি) বাসিন্দা মুক্তিযোদ্ধা জালাল মিয়ার (মনকুশ) ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, “মকবুল আচার বিক্রি করে সংসার চালাতেন। সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে আচার বিক্রি করতে হবিগঞ্জের উদ্দ্যেশে রওনা দেন। “পথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি। ”
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দ্যেগ নেয়।