ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি //
সিলেটের ওসমানীনগর থানা পুলিশের অভিযানে দুইশ’ বস্তা অবৈধ ভারতীয় ট্রাকভর্তী চিনিসহ এক চালক’কে আটক করেছে। যার গাড়ি নং (ঢাকা মেট্রো-ট-১৮-৯৬২৭)।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল রবিবার রাত সাড়ে ১১ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওনমানীনগর উপজেলার গয়নাঘাট নামক স্থান থেকে ট্রাকভর্তী চিনি সহ চালককে আটক করা হয়। জব্দকৃত চিনির আনূমানিক মূল্য প্রায় সাড়ে ১১হাজার টাকা।
আটককৃত ব্যক্তি হলেন, জৈন্তাপুর উপজেলার পানিছড়া চা বাগান এলাকার নিরেশ দাসের পুত্র সমিরন দাস (৩০)। আজ সোমবার বিকালে ওসমানীনগর থানায় দায়ের করা মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন ওনমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া।