সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি //
চুনারুঘাট উপজেলায় ৭ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে কান্দু কর্মকার (৫৬) নামে তিন সন্তানের জনককে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটে গত শনিবার সন্ধ্যায় উপজেলার দেওরগাছ ইউনিয়নের চানপুর জোয়াল ভাঙা এলাকায়। লম্পট কান্দু কর্মকার মৃত শুকরা কর্মকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কান্দু কর্মকার ৭ বছরের শিশুকে ফুসলিয়ে ঘরের ভেতর নিয়ে বলাৎকারের চেষ্টা চালায়। এ সময় শিশুটির আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে কান্দু কর্মকার পালানো চেষ্টা করে। এলাকাবাসী কান্দু কর্মকারকে আটক করে সেখানে গণধোলাই দেয় এবং শিশুটিকে উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে যাওয়া হয়। পরে চুনারুঘাট থানা পুলিশের কাছে আটক কান্দু কর্মকারকে সোপর্দ করা হয়। বর্তমানে শিশুটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.