• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে ছাত্রলীগের দুই সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার

admin
প্রকাশিত ২৮ অক্টোবর, সোমবার, ২০২৪ ১৯:০৩:৩৬
লাখাইয়ে ছাত্রলীগের দুই সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি //


সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ সদস্যসহ পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।

সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হলেন, ছাদেকুর রহমান ও আমীন ইসলাম জুয়েল প্রকাশ নুরুল ইসলাম এবং পলাতক আসামি ইকবাল মিয়া।

পুলিশ সুত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক জালাল আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ রোববার ২৭ অক্টোবর ভোরে অভিযান চালিয়ে করাব গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে ছাদেকুর রহমান (২৮) রাড়িশাল গ্রামের ফরিদ মিয়ার ছেলে আমিন ইসলাম জুয়েল প্রকাশ নুরুল ইসলাম (২৯)’কে গ্রেপ্তার করেন।

অপর এক অভিযানে পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ শনিবার বিকেলে মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে মোঃ ইকবাল মিয়া (৪৫) পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি দ্য ডেইলি মর্নিং সান’কে জানান, সদ্য নিষিদ্ধ ঘোষিত লাখাই উপজেলার ছাত্র লীগের আহবায়ক কমিটির সক্রিয় ২ সদস্যের নামে হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং লক্ষীপুরের পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামীদেরকে রোববার (গতকাল) হবিগঞ্জ জেলা সদর থানায় ছাত্রলীগের ২ সদস্যকে হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামীকে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।