শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যুবদলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শ্রীমঙ্গল সদর ইউনিয়ন বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ আগস্ট) দুপুর থেকে বিকেলে পর্যন্ত শ্রীমঙ্গলের কলেজ রোডে আযোজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী।
উপজেলা যুবদলের আহব্বায়ক মো. মহিউদ্দিন জারুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তাজউদ্দিন তাজু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শাহ মুচ্ছাব্বিল আলী মুন্না, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক আব্দুল মুহিত কদর, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সদস্য সচিব টিটু আহমেদ ও যুবদল নেতা তুহিনসহ যুবদলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক মানুষ চিকিৎসা নেন। এ সময় চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের মেডিক্যাল অফিসার বৃন্দ। পরে সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল স্টার কমিউনিট সেন্টারে শ্রীমঙ্গল সদর বিএনপির সমাবেশকে সামনে রেখে আয়োজন করা হয় প্রস্ততিমূলক সভা। সভায় শ্রীমঙ্গল সদর ইউনিয়ন বিনএনপির নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।