• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুলাউড়ায় মাদকসহ আটক ১

admin
প্রকাশিত ৩০ অক্টোবর, বুধবার, ২০২৪ ০২:০৮:১৬
কুলাউড়ায় মাদকসহ আটক ১

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের কুলাউড়া থেকে মাদকসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার জেলা গেয়েন্দা শাখার এসআই এ এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলা সদরের তেলিবিল গ্রাম থেকে মজিদ আলী নামের এক ব্যক্তিকে আটক করেন। এসময় মজিদ আলীর হেফাজত থেকে ১৫০পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।

গ্রেপ্তারকৃত মজিদ আলী মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত মজিদ আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় কুলাউড়া থানায় মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।