• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ১

admin
প্রকাশিত ৩০ অক্টোবর, বুধবার, ২০২৪ ০২:০১:০৬
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ১

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর //


ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি মিয়া নামের এক যুবক মারা গেছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর গ্রামের মুন্সি মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মোটরসাইকেলযোগে রনি মিয়া শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। শায়েস্তাগঞ্জ থানার সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই রনি মারা যায়। হাইওয়ে থানা পুলিশ লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে তাদের হেফাজতে রেখেছে।