শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোটারি ক্লাব পরিচালিত রোটারি পল হ্যারিস উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল এর ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসর প্রাপ্ত পরিচালক ড: সত্যকাম চক্রবর্তী, রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান নুরুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান রানা বনিক, রোটারিয়ান বিকুল চক্রবর্তী, বিদ্যালয়ের অভিভাবক শ্রীমঙ্গল সরকারী কলেজের অধ্যাপক ফজলুল হক ও বিদ্যালয়ের অভিবাবক শ্রীমঙ্গল মহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্যদেন প্লে গ্রুপের মাহিবা খাঁন ইরা, নাসারীর স্টুডেন্ট মানতাহা, ফাতেমা তাবাসুম মুনতাহা, হুমায়রা জাহান হাসিবা, প্রথম শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান সাবিহা, ২য় শ্রেণীর শিক্ষার্থী গুণাঙ্ক বনিক, ৪র্থ শ্রেণীর তাহসিন জামান নাভিন, ৬ষ্ঠ শ্রেণীর রওনক তাহমিদ পলক, ৭ম শ্রেণীর শাহনাজ জাবেদ মানহা, নবম শ্রেণীর নীলিমা ইসলাম ও ওয়ারিসা তরফদার ফাইজা এবং ১০ শ্রেণীর শিক্ষার্থী সোহাগ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য ১৫জন অভিভাবক মা কে পুরস্কার দেয়া হয় এবং বিগত পঞ্চম শ্রেণীর পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়।
শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.