ফাইল ছবি।
আদালত প্রতিবেদক //
১০৭ জন ভুয়া আইনজীবীকে বরখাস্ত করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই)। ২০১৯ থেকে ২০২৪ এর মধ্যে দিল্লির ১০৭ জন আইনজীবীর নাম তালিকা থেকে বাদ দিয়েছে বার কাউন্সিল।
বিসিআইয়ের তরফে গত ২৬ অক্টোবর একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘ভুয়া আইনজীবীদের চিহ্নিত করে নির্মূল করার লক্ষ্যে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। বিচারব্যবস্থার উপর মানুষের আস্থা বজায় রাখতে এবং আইনি ব্যবস্থাকে অনৈতিক কার্যকলাপের হাত থেকে বাঁচাতেই এই পদক্ষেপ।’
বার কাউন্সিলের আরো দাবি, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে কয়েক হাজার আইনজীবীকে তাদের শংসাপত্র দেখাতে বলা হয়েছিল। তাদের মধ্যে যারা অনুশীলনের বৈধ প্রমাণ ও শংসাপত্র দেখাতে পারেননি, তাদেরকেই বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে আইনজীবীদের নামের তালিকা থেকেও বাদ গিয়েছে ওই ভুয়া আইনজীবীদের নাম।
উল্লেখ্য, দিনকয়েক আগেই গুজরাতের গান্ধীনগরে ভুয়ো আদালত খুলে প্রতারণার চক্র চালানোর খবর প্রকাশ্যে এসেছে! সেই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত বিচারককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম মরিস স্যামুয়েল ক্রিশ্চিয়ান। গত প্রায় পাঁচ বছর ধরে তিনি ওই ভুয়া আদালত চালাচ্ছিলেন বলে অভিযোগ। নগর দায়রা আদালতে যাদের জমিজমা সংক্রান্ত মামলা বিচারাধীন, মূলত তাদেরই প্রতারণার জালে ফাঁসাতেন অভিযুক্ত। একটি নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে নগর দায়রা আদালতে জমে থাকা মামলা নিজের আদালতে শুনানির জন্য টোপ দিতেন ওই ভুয়া বিচারক। সেই আবহেই এবার ১০৭ জন আইনজীবীকে বহিষ্কারের ঘোষণা করল বার কাউন্সিল।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.