• ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাহুবলে শিশু হত্যা: কিশোরের ১০ বছরের কারাদন্ড, অপর শিশু খালাস

admin
প্রকাশিত ৩১ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ০০:১৮:৩৮
বাহুবলে শিশু হত্যা: কিশোরের ১০ বছরের কারাদন্ড, অপর শিশু খালাস

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি //


হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার খোঁজারগাওয়ে শিশুকে হত্যার দায়ে এক কিশোরকে ১০ বছরের কারাদন্ড দিলেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক।

গতকাল বুধবার বিকাল ৪টায় এই রায় প্রকাশ করা হয়। এ মামলায় একজনকে খালাস প্রদান করা হয় এবং আরো একজনকে সমাজসেবাকে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়।

জানা যায়, ২০১৫ সালে ওই গ্রামের আব্দুল হান্নানের পুত্র শিশু হাবিব পাশের গ্রামে ওয়াজে যায়। এরপর আর তার কোনো হদিস মিলেনি। পরের দিন একটি জমিতে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার পিতা বাদি হয়ে বাহুবল থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ শামীমসহ আরও দুইজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। রায় শেষে শামীমকে কারাগারে প্রেরণ করা হয়েছে। শামীম ওই গ্রামের আমির আলীর পুত্র। খালাস প্রাপ্ত জুয়েল জয়নুলের। তবে বাদি এ রায়ে সন্তোষ্ট নন।