• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

লস্করপুর রেল ক্রসিং থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত ৩১ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ২৩:৪৫:৪৪
লস্করপুর রেল ক্রসিং থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

হেলালুর রহমান তুর্কি, স্টাফ রির্পোটার //


হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেল ক্রসিং থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৯ এর সহকারি পুলিশ সুপার মো. মশিউর রহমান সোহেলের নির্দেশে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একদল সদস্য সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লামাপাড়া গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র উপজেলা আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিন (৪৮) কে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে মামলা দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করেছে। র‌্যাবের অভিযান নিয়মিত চলবে বলে জানা গেছে।