• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চুনারুঘাটে সমন্বয়ক পরিচয়ে ট্রাক বোঝাই চিনি ছিনতাই, আটক ১

admin
প্রকাশিত ০২ নভেম্বর, শনিবার, ২০২৪ ১৭:০৭:০৯
চুনারুঘাটে সমন্বয়ক পরিচয়ে ট্রাক বোঝাই চিনি ছিনতাই, আটক ১

হেলালুর রহমান তুর্কি, স্টাফ রির্পোটার, হবিগঞ্জ //


চুনারুঘাট উপজেলার শানখলা সড়ক থেকে সমন্বয়ক পরিচয়ে একদল যুবক চালক ও মালিককে মারধোর করে চিনি বোঝাই ট্রাক ছিনতাই করার অভিযোগ উঠেছে। পুলিশ অভিযান চালিয়ে ট্রাক উদ্ধার করলেও চিনির বস্তা উদ্ধার হয়নি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার করিমপুর গ্রামের রুবেল মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে।

জানা যায়, গতকাল শুক্রবার দুপুর ২ টার সময় ঢাকাগামী চিনি বোঝাই ট্রাক ওই এলাকায় পৌছলে একদল যুবক ব্যরিকেড দিয়ে ট্রাক আটকে কাগজপত্র দেখাতে বলে। কাগজপত্র দেখানোর পরও অবৈধ বলে চালক ও মালিককে মারধোর করে চিনি নিয়ে চম্পট দেয়।

এ বিষয়ে চিনির মালিক চুনারুঘাট থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকসহ রুবেলকে আটক করে। তবে চিনি পাওয়া যায়নি। পুলিশের জিজ্ঞাসাবাদে সে আজমান মিয়া, সাজু মিয়া, ফরহাদ মিয়া ছিল বলে জানায়। রাত ১১ টায় এ রিপোর্ট লেখাকালে ওসি নজরুল ইসলাম বলেন, ট্রাকসহ একজনকে আটক করা হয়েছে। চিনি উদ্ধারসহ অন্যদের ধরতে অভিযান চলছে।