ঢাকা //
সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মূহাম্মদ ইউনুস। সেই সময় নারী ফুটবলারদের নানান সমস্যার কথাও শুনেছেন তিনি। নারী ফুটবলারদের তাদের সমস্যার কথা লিখিতভাবে দেওয়ার জন্য বলেছেন প্রধান উপদেষ্টা। এবং শিগগিরই তা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমকে এমন কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া। তিনি বলেছেন, নারী ফুটবলাদের যতো সমস্যা তা সমাধানে দ্রুত কার্যকারী উদ্যোগ নিবে মন্ত্রণালয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হন ফুটবলাররা। দলের ২৩ ফুটবলারের সঙ্গে ম্যানেজার মাহমুদা অনন্যা এবং হেড কোচ পিটার বাটলারও ছিলেন। উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
সংবর্ধনা আয়োজন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আবাসন সমস্যা, অনুশীলন, বেতন কাঠামোসহ সব কিছু নিয়ে কথা হয়েছে। দুই-তিন দিনের মধ্যে ওনারা (ফুটবলার) আমাদেরকে তাদের সমস্যাগুলো লিখিতভাবে দেবেন। সেটা আমি সরাসরি স্যারকে (প্রধান উপদেষ্টা) পৌঁছে দেবো।’
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘নারী ফুটবলাররা জানিয়েছেন যে, ক্যাম্পটা সারা বছর চলার কারণে এই সাফল্য সম্ভব হয়েছে। সেটাকে যেন সারা বছর চলমান রাখা যায়, সে আবদার তারা করেছেন। বাফুফের নতুন কমিটির সঙ্গে মিলে নারী ফুটবল দলের সমস্যা এবং ফুটবলের যে সমস্যা সবগুলো আমরা সমাধান করব।’
অতীতে যা হয়েছে তার পূনরাবৃত্তি ঘটবে না, সবার আগে খেলোয়াড়দের স্বার্থ দেখা হবে বলেছেন ক্রীড়া উপদেষ্টা। আসিফ মাহমুদ বলেন, ‘স্পোর্টসের স্টেকহোল্ডার হচ্ছে আমাদের খেলোয়াড়রা। তারাই সবার ঊর্ধ্বে থাকবে। আগে সবার ঊর্ধ্বে ছিল কমিটির মেম্বাররা, সেটা আর হবে না। এটা অন্তত আমার সময় নিশ্চিত করব ইনশাল্লাহ।’
নারী ফুটবলারদের বেতন বকেয়া পরেছে। সেটা নিয়ে বেশ শোরগোল চলছে ফুটবলাঙ্গনে। আসিফ মাহমুদ এই প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি যতটুকু জানি যে দুই মাসের স্যালারি ডিউ আছে। আপনারা জানেন এতদিন বাফুফে সালাউদ্দিন সাহেবের কমিটি ছিল। এখন নতুন কমিটি এসেছে, নতুন কমিটির সঙ্গে আমরা এই কথাগুলো ওয়ার্ক আউট করব। ভবিষ্যতেও যেন ডিউ না হয়। বাফুফের বিশাল অঙ্কের ঋণ রয়েছে, কেন হলো এরকম? কোন কোন জায়গায় আর্থিক অনিয়ম হয়েছে আপনারাই (মিডিয়া) বিভিন্ন সময়ে বলেছেন। সেগুলো নিয়ে অলরেডি নতুন কমিটিকে অডিট করার জন্য বলেছি। যদি কোথাও অনিয়ম হয়ে থাকে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.