• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

admin
প্রকাশিত ০২ নভেম্বর, শনিবার, ২০২৪ ১৯:১৩:১৪
মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

মৌলভীবাজার প্রতিনিধি //


মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাঙ্গণে জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল হক, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর অধ্যক্ষ গাজী মো. সালাহ উদ্দিন, ইউসিসির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম প্রমূখ।

আলোচনায় সমবায়ের উপর আলোকপাত করেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার।