• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে বিদ্যালয় থেকে কালনাগিনী সাপ উদ্ধার

admin
প্রকাশিত ০৩ নভেম্বর, রবিবার, ২০২৪ ২২:৪৯:২৫
শ্রীমঙ্গলে বিদ্যালয় থেকে কালনাগিনী সাপ উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি প্রাথমিক বিদ্যালয় থেকে কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার চাতলী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কালনাগিনী সাপ দেখতে পেয়ে স্কুলের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্কুলের প্রধান শিক্ষক বিজয় নুনিয়ার মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করেন।

স্বপন দেব সজল জানান, বিদ্যালয় থেকে উদ্ধার করা সাপটি কালনাগিনী। এটি একটি নির্বিষ প্রজাতির সাপ। সাপটিকে উদ্ধারের পর শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।