শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
বাজারে সিন্ডিকেট ভাঙতে বিনা লাভে ডিম ও মুরগী বিতরণ শুরু করেছে শ্রীমঙ্গলের লেমন গার্ডেনের মালিক সমাজ সেবক মো. সেলিম মিয়ার প্রতিষ্টান ”লেমন ফ্রেশ মিট” নামক প্রতিষ্টান।
রোববার (৩ অক্টোবর) শ্রীমঙ্গল শহরের নতুনবাজারস্থ ‘লেমন ফ্রেশ মিট’ দোকানে বিনা লাভে ডিম ও মুরগ বিক্রির উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. মহসিন মিয়া মধু। লেমন গ্রুপের নির্বাহী পরিচালক মো.শাহীন সুলতান জানান, ‘লেমন ফ্রেশ মিট’ লেমন গ্রুপের একটি প্রতিষ্ঠান।
শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র মহসিন মিয়া’র অনুরোধে বাজার স্থিতিশীল রাখার জন্য সিন্ডিকেট ভাঙতে স্বল্প মূল্যে সাধারণ ভোক্তাদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী জানান, মোরগ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই উদ্যোগ অব্যাহত থাকবে। দোকান উদ্বোধনকালে সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. মহসিন মিয়া মধু বলেন, আমার ছোট ভাইয়ের খামার থেকে প্রতি মাসে লক্ষাধিক মোরগ বাজারজাত করে আসছে। খোঁজ নিয়ে দেখলাম বাজারে সিন্ডিকেট করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করে নিত্য পণ্য বিক্রি করছে। তখন সিন্ডিকেট ভাঙতে এমন সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও জানান, ২/১ দিনের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আলুসহ শীতকালীন সকল শাক-সবজি পাইকারি মূল্যে কিনে বিনা লাভে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে। মহসিন মিয়া মধু বলেন, স্বৈরাচারের শাসনকালে গড়ে ওঠা বিভিন্ন সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা যাচ্ছে না। এ সমস্ত সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে মানুষের জীবনযাত্রা অসহনীয় করে তুলছে। যেকোনো মূল্যে এই সিন্ডিকেট ভাঙতে হবে।
উদ্বোধনী অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.ইয়াকুব আলী, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাস মিয়া, আব্দুল জব্বার আজাদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.