শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি'র) অভিযানে মাদকসহ এক কারবারি গ্রেপ্তার হয়েছে।
রোববার রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই আবু নাইয়ূম মিয়ার নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের শমশেগঞ্জের ধোবারাট থেকে মাদক কারবারি রতন পাল (৪৫)'কে আটক করেন। এসময় আটককৃতের হেফাজত থেকে ৫০০পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা। আটককৃত রতন পাল মৌলভীবাজার সদর উপজেলার বিন্নিগ্রামের মৃত গপেশ পালের ছেলে।
ডিবি এসআই আবু নাইয়ূম মিয়া জানান, আটককৃত আসামির বিরুদ্ধে এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.