• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৬ কমিশনের কাজের অগ্রগতি জানতে সংশ্লিষ্ট কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

admin
প্রকাশিত ০৪ নভেম্বর, সোমবার, ২০২৪ ১৮:২৩:৫৪
৬ কমিশনের কাজের অগ্রগতি জানতে সংশ্লিষ্ট কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

ঢাকা //


রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার গঠিত ৬ কমিশনের কাজের অগ্রগতি জানতে সংশ্লিষ্ট কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে সরকারপ্রধানের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তাকে কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন কমিশন প্রধানরা।

বৈঠকে নির্বাচন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে বদিউল আলম মজুমদার জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত, পোস্টাল ব্যালটে ভোট প্রদান এবং জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার তালিকার সমন্বয় করা হচ্ছে। এছাড়া নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়াতে তাদের আংশিক প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন তিনি।

জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে জানিয়ে কমিশন প্রধান আব্দুল মুয়িদ চৌধুরী জানিয়েছেন, জনপ্রশাসন সংস্কারে ইতোমধ্যে ওয়েবসাইটের মাধ্যমে সবার মতামত সংগ্রহ শুরু হয়েছে।

পুলিশ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান কমিশন প্রধান সফর রাজ হোসেন। তিনি জানিয়েছেন, জনসাধারণের মতামত চেয়ে একটি প্রশ্নমালা প্রস্তুত করে ওয়েবসাইটে দেয়া হয়েছে। একইসঙ্গে পুলিশ সংস্কারে কিছু আইন ও বিধি সংশোধনে যেসব প্রস্তাব, সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে।

এছাড়া অন্যান্য কমিশন প্রধানরা তাদের কাজের অগ্রগতি ও গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন।

বৈঠকে নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান চিারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ অংশগ্রহণ করেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারপ্রধান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরে ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন তিনি।

অধ্যাপক ইউনূস তার ভাষণে বলেন, তারা সংস্কার চান। সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান। আর সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে ছয়জন বিশিষ্ট নাগরিককে কমিশনের প্রধান করে ছয় কমিশন গঠন করা হয়। গত মাস থেকে কমিশনগুলো আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে।