• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

admin
প্রকাশিত ০৬ নভেম্বর, বুধবার, ২০২৪ ১৫:২৫:০৫
গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

প্রতীকী ছবি।
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি //


সিলেটের গোয়াইনঘাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

মৃত ব্যক্তি হলেন- গোয়াইনঘাট উপজেলার হোয়াউরা গ্রামের জহুর আলীর ছেলে সেলিম মিয়া (৩০)।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মিয়া মারা যান।

জানা গেছে, সোমবার জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সেলিম মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তী করালে মঙ্গলবার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ। তিনি বলেন, এসংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এতে সেলিম মিয়া গুরুতর আহত ছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।