• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জয়ের দ্বারপ্রান্তে ডোনাল্ড ট্রাম্প, প্রস্তুত মঞ্চ

admin
প্রকাশিত ০৬ নভেম্বর, বুধবার, ২০২৪ ১৩:২৮:৩৯
জয়ের দ্বারপ্রান্তে ডোনাল্ড ট্রাম্প, প্রস্তুত মঞ্চ

ছবি-সংগৃহীত।
আন্তর্জাতিক ডেস্ক //


একের পর এক দোদুল্যমান অঙ্গরাজ্যে এগিয়ে গিয়ে জয়ের খুব কাছে পৌঁছে গেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ।

স্থানীয় সময় মঙ্গলবার রাতেই ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছে বিবিসি।

বিবিসির খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প অল্প সময়ের মধ্যে ফ্লোরিডায় তাঁর নির্বাচন শিবিরের সদর দপ্তরে বক্তব্য দিতে আসবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে আছে।

ট্রাম্প এরই মধ্যে দুই দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় জিতে গেছেন।

আরও পাঁচ দোদুল্যমান অঙ্গরাজ্যে ট্রাম্পই এগিয়ে আছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত) ট্রাম্প পেয়েছেন ২৪৭ ইলেকটোরাল কলেজ ভোট। ২১০ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। এখন পর্যন্ত ৪২টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে।