• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মার-এ লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গেই নির্বাচনের রাত কাটাতে চান ইলন মাস্ক

admin
প্রকাশিত ০৬ নভেম্বর, বুধবার, ২০২৪ ১৪:০৫:১৬
মার-এ লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গেই নির্বাচনের রাত কাটাতে চান ইলন মাস্ক

ছবি-সংগৃহীত।
বিবিসি //


যুক্তরাষ্ট্রে নির্বাচনের রাতটি ফ্লোরিডা অঙ্গরাজ্যে কাটানোর পরিকল্পনা করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, মার-এ লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গেই নির্বাচনের রাতটি কাটাতে চান তিনি।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের হয়ে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছিলেন। তিনি এবারের নির্বাচনে ট্রাম্পকে ১১ কোটি ৯০ লাখ ডলার অনুদান দিয়েছেন।

হাজার হাজার সমর্থকের জন্য ট্রাম্পের প্রচার শিবিরের পক্ষ থেকে পাম বিচ কনভেনশন সেন্টারে ওয়াচ পার্টির ((অনেক মানুষ মিলে একসঙ্গে ফলাফল দেখা) আয়োজন করা হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সমর্থন জানান ইলন মাস্ক।
মঙ্গলবার মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে এ ধনকুবের লিখেছেন, তিনি টেক্সাসের ক্যামেরুন কাউন্টিতে ভোট দিয়েছেন। সেখানে মাস্কের কয়েকটি কোম্পানির সদর দপ্তর অবস্থিত। পরে ফ্লোরিডার উদ্দেশে রওনা করেন মাস্ক।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ট্রাম্পের প্রচার শিবিরকে অনেকটা আত্মবিশ্বাসী থাকতে দেখা গেছে। পাম বিচ কনভেনশন সেন্টারে ট্রাম্পের সদর দপ্তরগুলোতে জড়ো হয়ে সমর্থকেরা ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

একপর্যায়ে সমর্থকেরা নেচে নেচে উদ্‌যাপন শুরু করেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের বিজয়ের আভাস পাওয়ার পর পরই সমর্থকেরা জড়ো হয়ে উল্লাস করেছেন। যদিও, অঙ্গরাজ্যটিতে ট্রাম্পের জয় পাওয়া নিয়ে কোনো সন্দেহের অবকাশই ছিল না।

সাবেক কংগ্রেস সদস্য টুলসি গ্যাবার্ডও ওই উল্লাসে শামিল হয়েছিলেন। এর আগে মার-এ-লাগোতে ট্রাম্পের বিশেষ ওয়াচ পার্টিতে অংশ নেন তিনি। বিবিসিকে টুলসি বলেন, সত্যিকার অর্থে সেখানে অনেক মানুষ উত্তেজনার মধ্যে আছেন। তারা অনেকটাই আশাবাদী।

ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু স্টিভ উইটকফও মার-এ-লাগোতে তাঁর সঙ্গে আছেন।

এদিকে হোয়াইট হাউসে ট্রাম্পের সাবেক প্রধান কৌশল প্রণয়নকারী স্টিভ ব্যানন রাতে ওয়াশিংটন ডিসিতে উইলার্ড হোটেলে একটি নির্বাচনী ওয়াচ পার্টির (অনেক মানুষ মিলে একসঙ্গে ফলাফল দেখার আয়োজন) পরিকল্পনা করছেন। ২০২০ সালের নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা চালানোর সময় ট্রাম্পের অনুগতরা এ হোটেলটিকে ‘কমান্ড সেন্টার’ হিসেবে ব্যবহার করেছিল।

মার্কিন কংগ্রেসকে অবমাননার অভিযোগে চার মাসের কারাদণ্ড শেষে এক সপ্তাহ আগে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ব্যানন।

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ওয়াশিংটন ডিসিতে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের রাতটি কাটাবেন। এ বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন।