শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরতলীর ভাড়াউড়া চা বাগান এলাকা থেকে জিআর ১২৯/১৭ (শ্রীঃ) এর ০১(এক) বছরের সাজাপ্রাপ্ত আসামি অমৃত লাল রবিদাসকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত অমৃত ভাড়াউড়া চা বাগানের তাপেশ্বর লাল রবিদাস এর ছেলে।
অপর এক অভিযানে এসআই সজীব চৌধুরীসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রাম থেকে জিআর ১২৭/২০১৮ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি ফারুক মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারৃত ফারুক মিয়া কুঞ্জবন গ্রামের আব্দুর রহমান এর ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.