বিশেষ প্রতিনিধি //
সিলেট মহানগরীর সুরমা গেইট এলাকায় অভিযান চালিয়ে দুই ট্রাকভর্তী ভারতীয় ‘চোরাই’ চিনি জব্দ করেছে শাহপরাণ (র.) থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে শাহপরাণ থানাপুলিশ চিনিভর্তি ট্রাক দুটি আটক করেন। এসময় হাতেনাতে আটক করা হয় ৩ জনকে।
পুলিশ জানায়, দুই ট্রাকে ৪৩০ বস্তা ভারতীয় চিনি ছিল। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ২৫ লাখ ২৮ হাজার ৪০০ টাকা।
আটককৃতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ থানার নুরপুর দরগাবাজারের আখলাছ আলীর ছেলে মো. হোসেন আহমদ (২৫), কানাইঘাট উপজেলার দীঘিরপাড় গ্রামের হাফিজ আবদুল কুদ্দুছের ছেলৈ কাওছার আহমদ (৩৫) ও একই উপজেলার দুলাই নয়ামাটি গ্রামের সুরুজ আলীর ছেলে মো. নিজাম উদ্দিন (৪৫)।