ছবি-সংগৃহীত।
সিএনএন //
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান সাত রাজ্যের মধ্যে তৃতীয় রাজ্য হিসেবে পেনসিলভানিয়ার ফল প্রকাশ হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের খবর অনুযায়ী, সেখানে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর এ জয়ের মাধ্যমে ইলেকটোরাল কলেজের ২৬৬টি ভোট নিশ্চিত হলো। মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে ইলেকটোরাল কলেজের ২৭০ টি ভোট দরকার পড়ে।
যুক্তরাষ্ট্রের সাত দোদুল্যমান রাজ্য হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন।
এখন যে চার দোদুল্যমান রাজ্যের ভোট বাকি রইল তার মধ্যে সবকটিতেই ট্রাম্প এগিয়ে আছেন। এর মধ্যে উইসকনসিনে ৯০ ভাগ ভোট গণনা হয়ে গেছে। সেখানে ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে ৪ শতাংশের বেশি ভোটে এগিয়ে আছেন। এ অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা ১০। এ রাজ্যে ট্রাম্প জিতলে তাঁর ইলেকটোরাল ভোটের সংখ্যা হবে ২৭৬।
সাত দোদুল্যমান রাজ্যের মধ্যে প্রথমে নর্থ ক্যারোলাইনা এবং পরে জর্জিয়াতে জেতেন ট্রাম্প । আর দুটিতে জিতে তাঁর ইলেকটোরাল ভোট দাঁড়ায় ২৪৭ টিতে। নর্থ ক্যারোলাইনাতে জর্জিয়াতে ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি করে। আর পেনসিলভানিয়ায় ভোটের সংখ্যা ১৯।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.