• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ২ শিক্ষার্থী নিহত

admin
প্রকাশিত ০৭ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ১৩:২৮:৫৬
কমলগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ২ শিক্ষার্থী নিহত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের কমলগঞ্জে যাত্রীবাহী একটি গ্যাস চালিত অটোরিকশা সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ২জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে কমলগঞ্জের শ্রীমঙ্গল রোডের বটতল এলাকায় সিএনজি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। মো. সায়েম মিয়া (১৮) ও অমিত সুত্রধর নিহত হন। নিহতরা কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় জান্নাতুল (১১) ও সৈকত দেব (১৭) গুরুতর আহত হন। আহত অন্য যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে পাঠান।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেন জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।