জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
সিলেটের জৈন্তাপুরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত থাকাবস্থায় এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই কিশোরীর নাম আন্জুমান আক্তার সাথী (১৩)। সে উপজেলার আসামপাড়া গ্রামের ইতালি প্রবাসী মো আলিম উদ্দিনের মেয়ে। নিহত সাথী রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে সাথীর মা ফিরোজা বেগম মেয়ে সাথী স্কুলে না যাওয়ায় গালাগালি করে পাশ্ববর্তী আত্মীয়ের বাসায় যান। পরবর্তীতে সকাল ১১টায় ফিরোজা বেগম বাড়ী ফিরে সাথীর রুমের দরজা ভেতর থেকে লাগানো ও কোন সাড়া শব্দ নেই দেখতে পান।
পরে সাথীর মাদ্রাসা পড়ুয়া ভাই আরিফুল ইসলামকে নিয়ে দরজা ভেঙ্গে রুমের ভেতরে সাথীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই অবস্থায় ঝুলন্ত সাথীকে নামিয়ে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার খবর পেয়ে দুপুর ১২টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম হাসপাতালে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে।
জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করতে পারে। অধিকতর তদন্ত সাপেক্ষে মৃত্যুর রহস্য নিশ্চিত করা যাবে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.