সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, স্টাফ রির্পোটার //
শায়েস্তাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) পল্লব হোম দাস।
গতকাল বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে শায়েস্তাগঞ্জ উপজেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা অংশ নেন।
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান সয়ফুর, সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহ মোঃ হুমায়ুন কবির, উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মোঃ মহিন শিপন, প্রেস ক্লাবের সদস্য শাহ মোঃ মোস্তফা কামাল, আব্দুস শহিদ প্রমূখ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী । শায়েস্তাগঞ্জ উপজেলায় আমি নতুন যোগদান করেছি । তাই সব বিষয় জানতে ও বুঝতে আমার একটু সময় লাগবে । সততার সাথে কাজ করতে আমি বদ্ধ পরিকর। উপজেলা সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলা সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন ।
তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই উপজেলা উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি শায়েস্তাগঞ্জ উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে গড়ার কাজ করবো । আমার দরজা সব সময় খোলা থাকবে । যেকোনো কাজে সবাই নিরদ্বিধায় আমার অফিসে আসতে পারেন। এই জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন । তার প্রথম কর্মক্ষেত্র ছিল চট্টগ্রাম জেলা রাঙামাটি উপজেলা ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে ছিলেন ।
এর আগে তিনি হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে নেজারত শাখা ডেপুটি কালেক্টর ( এনডিসি) হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি ৩৫ তম ব্যচ এর বিসিএস। পল্লব হোম দাস সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মাহমুদনগর গ্রামের বাসিন্দা। ২০২৩ সালে তিনির হাতে লিখা একটি কবিতা বই প্রকাশ হয় " আধখানা চাঁদে ভরে না আকাশ।"
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.