• ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শায়েস্তানগর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

admin
প্রকাশিত ০৭ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ১৪:০৬:৫২
শায়েস্তানগর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

স্টাফ রির্পোটার, হবিগঞ্জ থেকে //


শায়েস্তানগর টাউন মসজিদের বারান্দা থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।

এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার ওসি জানান, গতকাল বুধবার সকালে ওই ব্যক্তিকে মসজিদের বারান্দায় পড়ে থাকতে দেখে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। গতকাল বুধবার বিকেল ৪ টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে মৃত ব্যক্তির দেহ থেকে গন্ধ বের হয়। রোগীদের অভিযোগ হাসপাতালের নিচে সকাল থেকে পড়ে থাকলেও সমাজসেবা বা হাস্পাতালের কেউ এগিয়ে আসেনি। পুলিশ লাশের সুরতহাল শেষে মর্গে প্রেরণ করে।