শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আমরা করব জয় ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মেধা মুল্যায়ন পরীক্ষায় শ্রীমঙ্গল উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র-ছাত্রীরা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয় ও বিজ্ঞান বিষয়ে মোট ৪০ নাম্বারের পরীক্ষা নেওয়া হয়েছে।
পরীক্ষায় ৩য় শ্রেণিতে ৩২৭ জন, ৪র্থ শ্রেণির ৩৬৭ জন ও ৫ম শ্রেণির ৫০০ জন সহ মোট ১১৯৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব, জামসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলক বর্ধন পরীক্ষা বেন্দ্র পরিদর্শন করেন।
আমরা করব জয় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মডেল টেকনিক্যাল স্কুলের প্রতিষ্ঠাতা মো. মাহবুব আলম স্বপন বলেন, একাডেমিক পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি ও শিক্ষার ভীত মজবুত করার লক্ষ্যে বৃত্তি প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। আগামী প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে হবে।
কেন্দ্র সচিব কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর জানান, মেধার মান বিকাশে মেধা মূল্যায়ন পরীক্ষা শিক্ষার্থীদের লেখা পড়ার উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ১৬ নভেম্বর ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ নভেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.