আন্তর্জাতিক ডেস্ক //
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও লেবাননে গণহত্যা চালানোর ঘটনায় বর্বর ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের এই সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
রিয়াদে সোমবার আরব ও মুসলিম নেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।খবর আরব নিউজের।
আরব লিগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) যৌথ শীর্ষ সম্মেলনের শুরুতে দেওয়া ভাষণে ক্রাউন প্রিন্স (এমবিএস) ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে ‘গণহত্যা’ সংঘটিত হচ্ছে বলে উল্লেখ করেন।
তিনি ইসরায়েলকে আগ্রাসন থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান।
আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইতও গাজা ও লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে এমবিএসের সুরে বলেন, ফিলিস্তিনি জনগণের দুর্দশা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়।
তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড স্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। একমাত্র ন্যায়বিচারের মাধ্যমেই আমরা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।
প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। যা এখনো চলছে। এতে গাজায় এ পর্যন্ত ৪৩ হাজার ৬০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।