
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
সিলেটের জৈন্তাপুরে শীর্ষ চোরাকারবারি লাইনম্যান নামে খ্যাত ল্যান্টিন শহিদের ভোজন বিলাসে অংশ নিতে দেখা গেছে কথিত এক যুবদল নেতাকে। এনিয়ে স্থানীয় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
বির্তকিত ওই কর্তা হলেন, সিলেট জেলা যুবদলের নবাগত কমিটির যুগ্ম সম্পাদক আবুল হাসিম। যদিও সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়ানোর অভিযোগ এনে জাতীয় দৈনিক পত্র-পত্রিকাসহ অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হলেও টনক নড়েনি সিলেট জেলা বিএনপি-যুবদল ও কেন্দ্রীয় নেতাকর্মীদের। এতে আঙ্গুল উঠছে উর্ধ্বতন নেতাকর্মীদের দিকে। অবশেষে চোরাইসদস্যের সঙ্গে ভোজন বিলাস করতে দেখা গেল তাকে লাল শাপলা বিলে। এনিয়ে চলছে গুঞ্জন।
১১ নভেম্বর ২০২৪ ইং- তারিখে বিজয় সিংহের সমাধী ডিবির হাওড় লাল শাপলা বিল এলাকায় ভোজন বিলাসে অংশ নেন আবুল হাসিম। এসময় তার সঙ্গে দেখা যায় একাধিক শীর্ষে থাকা চোরাকারবারি সিন্ডিকেট সদস্যদের। এরমধ্যে ছিলেন একজন প্রবাসী ব্যক্তিও।
ভোজন বিলাসকালে উপস্থিত ছিলেন, সেলিম আহমদ ওরফে বয়লার সেলিম, রিপন মিয়া ওরফে পিচ্ছি রিপন, সফিকুল ইসলাম ওরফে ল্যান্টিন শহিদ, দুলাল আহমদ, সুজন মিয়া, মাসুক আহমদ, ইসলাম উদ্দিন, নাহিদ মিয়া ও প্রবাসী রফিকুল ইসলাম। এছাড়া আরও অনেক চোরাকারবারি ও লাইনম্যান উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই ভোজন বিলাস অনুষ্ঠানে বিগত ৫ আগষ্ট বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাজবাড়ি ক্যাম্প লুঠপাটের দায়ের করা মামলাভুক্ত আসামীরাও ছিলো। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে এদের গডফাদার হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন আবুল হাসিম। তিনি দলের নাম ভাঙ্গিয়ে ক্ষমতার অপব্যবহার করে সংগঠন বিরোধী কার্যক্রম অব্যাহত রেখেছেন। তার এরকম কৃতকার্যে স্থানীয় উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কারন নবাগত কমিটিতে তার নাম আসার পরেও জৈন্তাপুর উপজেলায় কোন নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়নি।