• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে মাদক সহ পরোয়ানাভুক্ত আসামি আটক

admin
প্রকাশিত ১২ নভেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১০:০৮:০৮
শ্রীমঙ্গলে মাদক সহ পরোয়ানাভুক্ত আসামি আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকসহ একজন ও পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) শ্রীমঙ্গল থানার এএসআই মো. জামাল উদ্দিনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার কালীঘাট চা বাগানে অভিযান চালিয়ে সিআর সাজা প্রাপ্ত নাঃ শিশু ৩৫/২০২০ এর পরোয়ানাভুক্ত আসামি মো. শহিদ আলীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত শহিদ আলী কালীঘাট চা বাগানের মন্তাজ আলীর ছেলে। এছাড়াও অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে ও এসআই মো. আমিনুল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযান শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রামের রুহুল আমিন টুকু (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেন। রুহুল আমিন টুকু আলিশারকুল গ্রামের মো, ইউনুছ মিয়ার ছেলে। পরে তল্লাশী করে আটকৃত টুকুর হেফাজত থেকে ১২৫ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।