স্টাফ রির্পোটার, মৌলভীবাজার থেকে //
মৌলভীবাজারে ২০২৪-এর গণ অভ্যুত্থানের অর্জন ধরে রাখা, জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক দৈনিক বাংলার দিন সম্পাদক বকশী ইকবাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলীর সঞ্চালনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। এছাড়া বক্তব্য রাখেন সাবেক সভাপতি ডা. ছাদিক আহমেদ, বকশী মিছবাউর রহমান (দীপ্ত টিভি), সৈয়দ হুমায়েদ আলী শাহীন ( জনকণ্ঠ), আজাদু রহমান আজাদ, (সংগ্রাম) নজরুল ইসলাম মুহিব ( ইত্তেফাক), তমাল ফেরদৌস দুলাল (মাছরাঙা টিভি), আব্দাল মাহবুব কোরেশী (মৌলভীবাজার সমাচার), শাহাজাহান আহমেদ (দৈনাক রুপালী বাংলাদেশ) মু.ইমাদ উদ্দিন (মানব জমিন), মোঃ মাহবুবুর রহমান রাহেল (এশিয়ান টিভি, দৈনিক আমার সংবাদ) আব্দুল বাছিত (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাইফুল ইসলাম (কালের কণ্ঠ) ও আব্দুল ওয়াদুদ (যায়যায়দিন) প্রমুখ।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.