বিশেষ প্রতিবেদক //
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তার অভিযোগে জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে।
গত ৭ নভেম্বর আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার জন্য জেনেভা বিমানবন্দরে যান আসিফ নজরুল। সেসময় দূতাবাসের প্রোটোকলে ছিলেন তিনি। গাড়ি থেকে নামার পর হঠাৎ একদল লোক এসে তাকে ঘিরে ধরে নানা ধরনের প্রশ্ন করতে থাকেন।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায়, আসিফ নজরুল একাই তাদের শান্ত করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছেন। আইন উপদেষ্টার সঙ্গে জেনেভা মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলাম এবং মিশনের স্থানীয় কর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত মিজান ছিলেন। তবে দুজনই সেসময় নীরব ভূমিকা পালন করেন। তাদের এমন নির্লিপ্ত ভূমিকার কারণে মুহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। পাশাপাশি মিজানকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়।
এ ঘটনার পর বিদেশে বাংলাদেশের সব মিশনে জরুরি একটি পরিপত্র পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। সেখানে মিশনগুলোকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি সফরের সময় দুটি বিষয়ে সচেষ্ট থাকতে বলা হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিদেশ সফরে নিরাপত্তা নিশ্চিত ও যথাযথ প্রটোকল দেয়া এবং সফরের সময় যেকোনো অনভিপ্রেত ঘটনা এড়াতে আরো সচেষ্ট থাকার কথা জানানো হয়েছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.