ঢাকা //
সরকারের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দাবিগুলোর যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন। বৃহস্পতিবার সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি আরও বলেন, ভোররাত পর্যন্ত আমি ক্ষুব্ধ চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেছি। নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহতদের অনেকেই এখনো ক্ষতিপূরণ পাননি। সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে আহতদের মনে যে একটা ক্ষোভ হয়েছে, আমরা মনে করি আমাদের এটা দেখার দরকার আছে। নিশ্চই কোন ভুল ত্রুটি আমাদের দিক থেকে হয়েছে, একেবারেই ভুল হয় নি এমনটা নয়। চারিদিকে দেখতে গিয়ে কোনভাবে ভুল হয়ে যেতে পারে। তাদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে যে কারনে তারা রাস্তায় নেমে এসেছে।
উপদেষ্টা বলেন, হাত পায়ে ব্যান্ডেজ অবস্থায় যে তারা রাস্তায় ছিল, এটা দেখে আমরা থাকতে পারি নি। এজন্য আমরা কয়েকজন উপদেষ্টা রাত্রে সেখানে গিয়েছিলাম। তারা যে শুধু চিকিৎসা চাচ্ছেন তা না, তারা এমনও আছেন যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের মধ্যে অনেকেই আছেন যারা ঋণ নিয়েছিলেন, তাদের বাড়িতে কিস্তির জন্য এসে ধরনা দেয়। তারা সে টাকা কোথায় পাবেন?
এসময় তিনি বলেন, তাদেরকে পুনর্বাসনের ব্যাপারটা তারা চায়। আমরা মনে করি সেটা খুবই যৌক্তিক একটা দাবি। এটা আমরা মনে করি আজ দুপুরে বসলে একটা সমাধানে আমরা আসতে পারবো। সবাই দোয়া করবেন তারা যেন সুস্থ্য হয়ে ওঠে। তাদের প্রতি আমাদের ঋণ অনেক বেশি। কাজেই তাদের প্রতি কোন গাফিলতি হতে দেওয়া যাবে না।
মতবিনিময় সভায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.