প্রতীকী ছবি।
ঢাকা //
বাবা তার দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনাটি ঘটেছে রাজধানীর পল্লবীতে। এ ঘটনার পর ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলশি।
প্রাথমিকভাবে নিহত ছেলেদের নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ৭ বছর ও আরেকজনের বয়স ৩ বছর। আর ঘাতক বাবার নাম মো. আহাদ (৪০)।
পল্লবী থানার এসআই মাজেদুল এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আহত আহাদকেও ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ঘটনার সময় আহাদের স্ত্রী কাজে বাইরে ছিলেন বলে জানিয়েছে এই পুলিশ কর্মকর্তা।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.