ঢাকা //
কোটা বাতিল ইস্যুতে যে আন্দোলন শুরু হয়ে বিগত সরকারের বিদায়ের ঘণ্টা বেজে গিয়ে নতুন সরকার সংস্কারের দায়িত্ব নিয়েছিল,এবার সেই মুক্তিযোদ্ধা কোটাই সংস্কার করতে যাচ্ছে অন্তবর্তীকালীন ইউনূস সরকার।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা কোটায় চাকরি প্রাপ্তদের তালিকা যাচাই-বাছাই করে জানাচ্ছেন, সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান বা দপ্তরে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন ৪৩ হাজার ৩৪৮ কর্মকর্তা-কর্মচারী।
মুক্তিযোদ্ধা কোটায় কারা সরকারি চাকরি পেয়েছেন তা জনগণকে জানাতে শিগগিরই এই তালিকা অ্যাপসের মাধ্যমে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
তাঁদের মধ্যে কেউ ‘ভুয়া সনদে’ চাকরি নিয়ে থাকলে সংশ্লিষ্ট অ্যাপসে সে বিষয়ে অভিযোগ করার সুযোগ থাকবে সাথে জাল সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া কর্মকর্তা ও কর্মচারীদের খুঁজে বের করা হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী বলেছেন, ‘আমরা প্রায় সব মন্ত্রণালয়ের তালিকা পেয়েছি। ৪০ হাজারের বেশি নামের তালিকা মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের কর্মকর্তারা যাচাই-বাছাই করছেন। যাচাই শেষে এগুলো শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে, যাতে যে কেউ এসব সনদের বিষয়ে অভিযোগ করতে পারেন। এ জন্য অভিযোগ করার সুযোগ রাখার চিন্তা-ভাবনা চলছে।’
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.