• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র আফিফ নিহত

admin
প্রকাশিত ১৮ নভেম্বর, সোমবার, ২০২৪ ১৩:১৫:৫৭
ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র আফিফ নিহত

ফাইল ছবি।
দ্য ডেইলিমর্নিংসান অনলাইন ডেস্ক //


লেবাননের বৈরুতে ইসরায়েলি বাহিনীর হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। বৈরুতের মধ্যাঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন তিনি।

মোহাম্মদ আফিফের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি। রবিবার সন্ধ্যায় তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। খবর: বিবিসি ও আল জাজিরার।

মোহাম্মদ আফিফকে গত সোমবার শেষবার দেখা গিয়েছিল। সেদিন তিনি বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন।

এদিকে লেবাননের রাষ্ট্রচালিত ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, রোববার বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা এলাকায় বাথ রাজনৈতিক দলের সদর দফতরে ইসরায়েলি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় চারজন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম উল্লেখ করেনি মন্ত্রণালয়।

হামলায় সিরিয়ান বাথ পার্টির লেবানিজ শাখার সদর দফতরের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। এছাড়া হামলার পর উদ্ধারকর্মী ও সিভিল ডিফেন্স দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের সাহায্য করতে ছুটে আসেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ১৪ জন আহত হওয়ার পাশাপাশি চারজন নিহত হয়েছেন।

লেবানিজ বাথ পার্টি মূলত সিরিয়ান বাথ পার্টির একটি শাখা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এই দলের নেতৃত্বে রয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর মিত্র বলে পরিচিত।