প্রতীকী ছবি।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি //
কক্সবাজারের টেকনাফে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের গুলিতে আব্দুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার হোয়াইক্যংয়ে নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, রোববার রাতে দোকানে বসে কথা বলছিল আব্দুর রহমান এবং জাহেদ নামের দুই যুবক। এক পর্যায়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতির পর্যায়ে চলে গেলে জাহেদ তার কাছে থাকা পিস্তল দিয়ে আব্দুর রহমানকে গুলি করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তখনই আব্দুর রহমানকে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
গিয়াস উদ্দিন আরও জানান, টেকনাফ থানায় জাহেদের বিরুদ্ধে মাদক হত্যা মামলাসহ ১৪টি মামলা রয়েছে।
তবে এলাকাবাসী বলছেন, মাদক পাচার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিতে আব্দুর রহমান মারা গেলে নিহতের স্বজনেরা অপরপক্ষের ঘরে আগুন দেয়। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।