মৌলভীবাজার প্রতিনিধি //
মৌলভীবাজারে এসোসিয়েশন অব ডেপোলাপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ (এডাব) মৌলভীবাজার জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারস্থ আব্দা যুব সংঘের কার্যালয়ে সাধারণ সভায় সভাপতিত্ব করেন এডাব মৌলভীবাজারের সভাপতি এস এ হামিদ।
সংগঠনের সাধারণ সম্পাদক পরিতোষ দেব এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এনজিও সংস্থা এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম. এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারি মো. বাবুল আক্তার। এছাড়াও সভায় জেলার স্বেচ্ছাসেবী সংঘঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.