প্রতীকী ছবি।
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি //
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তের বুড়িরহাট ঘোঙ্গাগাছ এলাকার ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়ে বাঁশের চর্কীর আঘাতে জামাল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) ভোরে আহত জামাল হোসেন রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত জামাল হোসেন কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের চৌপথি গ্রামের সবুজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোরে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯১৭-৯১৮ ভারতের কুচবিহার সীমান্ত থেকে ১০-১৫ জন চোরাকারবারি গরু আনতে ভারত সীমান্তে যায়। এ সময় গরু পারাপার করতে গিয়ে জামাল হোসেন গরু পার করার বাঁশ দ্বারা জখম হন। ঘটনায় সময় সঙ্গে থাকা সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ১৫ বিজিবি ব্যাটালিয়ান সিইও মেজর আসিফুল ইসলাম সিদ্দিকীর সঙ্গে কথা হলে তিনি সাংবাদিককে বলেন, বিষয়টি শুনেছি।
গোড়ল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, স্থানীয়দের কাছে ঘটনাটি শুনেছি। মৃত কামাল হোসেনের পরিবার দাবি করেছে, সীমান্তের চড়কার বাঁশ মাথায় লেগে তিনি মারা গেছেন।
গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মোস্তাকিম বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাংবাদিককে বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।