• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে মাদকের আস্তানা থেকে নগদ টাকা ও মাদকসহ আটক ৩

admin
প্রকাশিত ২০ নভেম্বর, বুধবার, ২০২৪ ১১:০৬:১০
শ্রীমঙ্গলে মাদকের আস্তানা থেকে নগদ টাকা ও মাদকসহ আটক ৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুখ্যাত মাদক কারবারি সাগরের আস্তানায় অভিযান চালিয়ে মাদক বিক্রির টাকা ও মাদকসহ ৩জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (১৮ নভেম্বর), গভীর রাতে শ্রীমঙ্গল শহরের আরামবাগ এলাকায় কুখ্যাত মাদক কারবারি সাগরের আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এসময় কুখ্যাত মাদক কারবারি সাগর রবিদাসের ঘর তল্লাশী করে গাঁজা এবং মাদক বিক্রির প্রায় ৩৬ হাজার নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে স্বপন রবিদাস (২৭), ময়না রবিদাস (৬০) ও মমতা রানী দাস (২৪)’কে গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শ্রীমঙ্গল উপজেলাকে মাদক মুক্ত রাখতে জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর নির্দেশে অভিযান চলমান রয়েছে। মাদক বিক্রির সাথে জড়িত ৩ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।