শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গলে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে পুলিশ প্রশাসনের তৎপরতা। বিগত ৫ আগষ্ট শ্রীমঙ্গল থানায় হামলার পর স্থানীয় কিছু মানুষ ও সেনাবাহিনীর সহায়তায় থানা ছাড়েন পুলিশর সকল অফিসার ও কনষ্টবলরা। এর পর – অন্তরবর্তীকালীণ সরকার ক্ষমতায় আসার পর পুলিশ থানায় ফিরে আসলে তাদের কর্মকান্ডে ছিল স্থবিরতা। এই অবস্থায় শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ এর চেয়ার রদবদল হয়েছে র। বর্তমানে অফিসার ইনচার্জের দায়িত্বে আছেন আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম জানান, তিনি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের দায়িত্ব নেয়ার পর থেকে এক মিনিট সময়ও বসে নেই। শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিনিয়ত কাজ করে চলছেন। তিনি বলেন জিআর/সিআর পরোয়ানা তামিল এর ৪৭ জন, সাজা প্রাপ্ত ১২ জন, নিয়মিত মামলায় ৫৭ জন, ডাকাত ৫ জন, মাদক মামলায় ১৩ জন ও রাজনৈতিক মামলায় এখন পর্যন্ত প্রায় ২৫ জনকে আটক করেছেন।
রাজনৈতিক মামলায় আটককৃতরা হলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, আওয়ামী লীগ নেতা মো. ইউছুপ আলী, ঢাকা আশুলিয়া থানার আওয়ামী লীগ নেতা মো. উজ্জ্বল শেখ, মৎস্যজীবিলীগ নেতা সাগর মিয়া, ছাত্রলীগ নেতা আকাশ দেব জুয়েল, জাবেদ হোসেন পাপ্পু ও দেলোয়ার হোসেন নাহিদ, ছাত্রলীগকর্মী রাসেল আহমদ ও ফয়ছল আহমদ, শ্রমিকলীগ নেতা মোস্তফা কামাল, অর্জুন দাস ও শোয়েবুর রহমান রুয়েল, আওয়ামী লীগ নেতা সামছুল হক, যুবলীগনেতা মোশারফ হোসেন, শেরজান সেরজু ও জিতু মিয়া, ছাত্রলীগ নেতা মাহবুবুল করিম খাঁন, জাহিদুল ইসলাম, গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতা খন্দকার নাছির উদ্দিন ও শ্রীমঙ্গল উপজেলার আওয়ামী লীগ সমর্থক কবির মোল্লাসহ প্রায় ২৫জন। তিনি জানান, শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে।