ফাইল ছবি।
সিলেট প্রতিনিধি //
সিলেট মহানগর পুলিশে (এসএমপি) ফের রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আব্দুল করিমকে শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেবকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও পুলিশ হেডকোয়ার্টার্সেনর অতিরিক্ত পুলিশ সুপার আকলিমা আক্তারকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.