• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী খুন

admin
প্রকাশিত ২২ নভেম্বর, শুক্রবার, ২০২৪ ০২:৪০:০৫
চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী খুন

প্রতীকী ছবি।
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি //


হবিগঞ্জের চুনারুঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাজু মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম হাপটার হাওড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের রাজু মিয়ার সঙ্গে দীর্ঘ দিন ধরে একই গ্রামের তার ভাতিজা তুতা মিয়ার ছেলে হাছন মিয়ার (৩৫) জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় রাজু মিয়ার বসতভিটায় হাছন মিয়ার লোকজন নিয়ে হামলা চালায়। হামলায় রাজু মিয়া গুরুতর আহত হলে প্রথমে তাকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে রাজু মিয়াকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুপুর ১টায় মারা যান।

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এ খুনের ঘটনা ঘটতে পারে। তবে তদন্তে সব বেরিয়ে আসবে।