ফাইল ছবি।
ঢাকা //
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য চার নির্বাচন কমিশনার (ইসি) আগামী রোববার দুপুরে শপথ নিচ্ছেন।
সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আগামী রোববার বেলা দেড়টায় শপথ অনুষ্ঠান হতে পারে। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এর আগে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এস এম মো. নাসির উদ্দীন। তাঁর সঙ্গে চার নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়েছে।
ওই চার নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহ্মদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের নিয়োগ দেন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.