প্রতীকী ছবি।
সিলেট প্রতিনিধি //
সিলেটের সুরমা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তি (৪০) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে এসএমপি কোতোয়ালি মডেল থানা এলাকার উপশহর শাহজালাল সেতুর নিচ থেকে মৃত দেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকালে নিহতের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.