• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জলুরমুখ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটে অনিয়ম

admin
প্রকাশিত ২৩ নভেম্বর, শনিবার, ২০২৪ ১৮:৫৯:৩৫
জলুরমুখ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটে অনিয়ম

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি //


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের জলুরমুখ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়টির খেলার মাঠে মাটি ভরাটে হতদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি থেকে দুই প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় ৮ লাখ টাকা।

সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়টির একাডেমিক ভবনগুলোর বারান্দা থেকে মাঠের গভীরতা প্রায় ৭ ফুট। মাঠে মাটির ভরাটের কোন অস্তিত্ব নেই। ফলে বিদ্যালয়টির দুই শতাধিক শিক্ষার্থীদের শরীর চর্চা ও বিনোদনের কোন সুযোগ নেই।

স্থানীয় বাসিন্দা আল আমিন জানান, ৩/৪ বছর আগে বিদ্যালয়ের মাঠে সামনে সামান্য কিছু মাটি ফেলা হয়েছে। স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সব প্রকল্পেই এমন লোক দেখানো কাজ হয়েছে। মূলত বরাদ্দের টাকা পকেটে ঢোকাতেই এমন প্রকল্প।

জলুরমুখ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরিদ আহমদ শামীম বলেন, তিনি পরিমাণমতো কাজ করেছেন। তা ছাড়া প্রকল্প অফিস থেকে কাজ বুঝে নেওয়া হয়েছে। টাকা আত্মসাতের উদ্দেশ্যেই প্রকল্প, কথাটি সঠিক নয়।

এ ব্যাপারে জলুরমুখ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ আলী বলেন, জলুরমুখ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য দুটি প্রকল্পের বরাদ্দ পেয়েছি। দুটি প্রকল্পের বরাদ্দ প্রায় ৮ লাখ টাকা দিয়ে একাডেমিক ভবনগুলো ভিটা মাটি দিয়ে ভরাট করা হয়েছে।