সিলেট প্রতিনিধি //
সিলেটের সুরমা বাইপাশ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার উর্ধ্বে বিপুল পরিমাণ নিষিদ্ধকৃত অবৈধ ভারতীয় শাড়ি কাপড়, কসমেটিকস-ক্রীম জব্দসহ দুইজনকে আটক করেছে পুলিশ। জব্দকৃত মালামালের বাজার মূল্য আনুমানিক ৬৫,৪৮,৭২০/ (পয়ষট্টি লক্ষ আটচল্লিশ হাজার সাতশত বিশ) টাকা।
শুক্রবার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শাহপরাণ (রহঃ) তদন্ত কেন্দ্র ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কার্ভার ভ্যান ভর্তী শাড়ি কাপড়, কসমেটিকস-ক্রীম জব্দসহ এই দুইজনকে হাতেনাতে আটক করে।
আটককৃতরা হলেন- গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ছুরিচালান গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ হ্নদয় (২২) ও একই থানা এলাকার বুলুয়া গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে মোঃ ইয়াছিন আরাফাত (২০)। আটকের সময় তারা পুলিশকে জানায় জব্দকৃত মালামালের মালিক হলেন, জৈন্তাপুর মডেল থানার ৫ নং-ফতেহপুর ইউনিয়নের হরিপুর গ্রামের একলাছ (৩২), আবুল চৌধুরী (২৮) ও হেমু হাউদপাড়া গ্রামের আব্দুল খালিক (৩৪)। শাহপরাণ (রহঃ) থানার ওসির নির্দেশে অভিযানের নেতৃত্ব দেন পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলাম।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন। তিনি বলেন চোরাইপণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.