• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

admin
প্রকাশিত ২৫ নভেম্বর, সোমবার, ২০২৪ ১১:৩৭:০০
মৌলভীবাজারে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

স্টাফ রির্পোটার, মৌলভীবাজার //


কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় মৌলভীবাজারে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা ২০২৪ শুরু হয়েছে।

গতকাল রোববার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা প্রাঙ্গন মাঠে মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। পরে জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিরা মেলায় বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামসুদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ জালাল উদ্দিন সরকার, অতিরিক্ত উপপরিচালক (পিপি) নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, সদর উপজেল কৃষি অফিসার নাগিব মাহফুজ সহ অন্যন্যরা। পরে সদর উপপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় মেলায় বিভিন্ন কেটাগরিতে ৩২টি স্টল স্থান পেয়েছে। ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সর্বস্থরের মানুষের জন্য উম্মোক্ত থাকবে।